দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় জাতীয় মুক্তি কাউন্সিল

কোভিড-১৯ (করোনাভাইরাস) সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে ত্রাণ চুরির সংবাদ প্রকাশের জের ধরে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার এবং বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। একইসঙ্গে সংগঠনটি এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, সত্য ঘটনা প্রকাশের ওপর সরকারের এ হামলা মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়ার শামিল।

তারা বলেন, চাল চুরির ঘটনায় ত্রাণচোরদের রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক, সংবাদপত্র-নিউজপোর্টালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ নানা প্রকার হয়রানি, শারীরিক হামলা, ভয়ভীতি দেখানো হচ্ছে। গুজব প্রচারের অভিযোগে প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বাধীন সাংবাদিকতার ওপর প্রতিনিয়ত হুমকি-ধামকি দেয়া হচ্ছে। দলীয় চালচোরদের গ্রেফতার করা হচ্ছে না।

জাতীয় মুক্তি কাউন্সিল বলেছে, সরকারের দেয়া ত্রাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। এই ত্রাণ বিতরণে আবার সরকারদলীয় লোকদের চুরি, দুর্নীতি, দলীয়করণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রকৃত কর্মহীন, দুর্গত ও দুস্থ পরিবারগুলো ত্রাণ পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *