দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

২৬৭ রান, ওয়ানডের আধুনিক যুগে লক্ষ্যটাকে খুব বড় বলা যাবে না। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এমন এক ম্যাচেও বড় ব্যবধানেই হেরেছে পাকিস্তান। আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৮০ রানের হারে দুই ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজও খুইয়ে বসেছে শোয়েব মালিকের দল।

পাকিস্তান ব্যাটিংয়ে ধ্বংসযজ্ঞের সূচনাটা করেছিলেন প্যাট কামিন্স। ১৬ রানের মধ্যে স্বাগতিক দলের ৩ উইকেট তুলে নেন অজি এই পেসার। পরের কাজটা খুব সহজেই সেরে নেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ৩২ বল বাকি থাকতে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৮৬ রানে।

শুরুতেই বড় ধাক্কা। সামলে উঠতে চেষ্টা করেছিলেন ওপেনার ইমাম উল হক আর অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু ৪৬ রান করে ইমাম ফেরার পর মালিকও অল্প সময়ের ব্যবধানে সাজঘরের পথে হাঁটেন ৩১ করে। ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এরপর উমর আকমলের ৩৬ আর ইমাদ ওয়াসিমের ৪৩ রান লজ্জা কিছুটা কমিয়েছে স্বাগতিক দলের। জয়ের পেছনে আর ছোটা হয়নি।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪৩ রান খরচায় ৪টি উইকেট নেন জাম্পা। ২৩ রানে ৩টি উইকেট শিকার কামিন্সের।

এর আগে অ্যারন ফিঞ্চের ৯০ আর গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ বলে ৭১ রানের ঝড়ে ৬ উইকেটে ২৬৬ রানের পুঁজি পেয়েছিল অস্ট্রেলিয়া। ১৮৮ রানে ৫ উইকেট হারিয়ে তারাও একটা সময় কিছুটা বিপদে ছিল। কিন্তু ম্যাক্সওয়েল সেই বিপদ কাটিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *