দুই বছর বেতনহীন মুকেশ আম্বানি

স্টাফ রিপোর্টার

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি নিজের প্রতিষ্ঠান থেকে টানা দুই বছর বেতন নিচ্ছেন না। সারা বিশ্বে চলমান মহামারি ব্যবসা ও অর্থনীতিকে আঘাত করায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২০-২১ অর্থবছরের বার্ষিক রিপোর্টে এ তথ্য জানায়। বহুজাতিক সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। আরও জানা যায়, রিলায়েন্সের নির্বাহী পরিচালকদের বেতন কমেছে এই সময়ে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, করোনা পরিস্থিতি প্রকট হলে ২০২০ সালের জুনে মুকেশ আম্বানি ওই অর্থবছরের জন্য কোনো বেতন না নেওয়ার ঘোষণা দেন। পরবর্তী অর্থবছরেও এ সিদ্ধান্ত বলবত্ থাকে। অর্থাত্ টানা দুই বছর ধরে তিনি কোম্পানিটি থেকে কোনোরূপ অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন না।

২০০৮-০৯ অর্থবছর থেকে আম্বানি ১৫ কোটি রুপি বেতন নিতেন যা পরের ১১ বছরে একই ছিল। অবশ্য এর আগে তিনি বছরে ২৪ কোটি রুপি বেতন নিতেন। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিও রিলায়েন্সে একজন পরিচালক হিসেবে আছেন।

প্রতিবেদনে আরো জানানো হয়, কভিড-পূর্ববর্তী সময়ে রিলায়েন্সের অন্য নির্বাহী পরিচালকদের বেতন কমে গেছে। নির্বাহী পরিচালক পিএমএস প্রাসাদ ২০২০-২১ অর্থবছরে বেতন নিতেন ১১.৯৯ কোটি, যা কমে দাঁড়িয়েছে ১১.৮৯ কোটি রুপি। পবন কুমার কপিলের বেতন ৪.২৪ কোটি রুপি থেকে কমে ৪.২২ কোটি রুপি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *