দুইশর আগে শেষ বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
শুরুটা খারাপ ছিল না। অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাস ও সাকিব আল হাসানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাংলাদেশ। এরপরই হঠাৎ ধস। তাতেই শেষ হয়ে গেলো বড় পুঁজির সম্ভাবনা। শেষ পর্যন্ত ১৯২ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১২১ রান করে ফেলেছিল স্বাগতিকরা। এরপর মাত্র ৭১ রানেই পড়েছে শেষের ৮টি উইকেট। ফলে বোলারদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে হলে আটকে রাখতে হবে ১৯২ রানের মধ্যে।