দীর্ঘদিন পর বিজ্ঞাপনে দিলারা জামান ও কচি খন্দকার, নির্মানে সৈয়দ রিশাদ ও তারিফ সৈয়দ
মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড এর ব্যানারে গত ১১ ও ১২ই মে ধামরাই এর ফিল্ম ভ্যালী তে ৮ পর্বের একটি বিজ্ঞাপন চিত্র নির্মান করা হয়। মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড বিগত ১২ বছর ধরে সুনামের সাথে হাজারো পরিবারে তাদের নার্সিং সেবা সহ মেডিক্যাল সরঞ্জাম এর হোম সার্ভিস দিয়ে আসছে। এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার বাংলাদেশে প্রথম রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং পরিবার বঞ্চিত মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য ২০১৪ সালে Child & Old Age Care নামে একটি নিরাপদ আশ্রম প্রতিষ্ঠা করেন যেখানে বর্তমানে ১৬৫ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও ৩৫ জন বঞ্চিত শিশু রয়েছে। তিনি তার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড এর লভ্যাংশের প্রায় ১০০ শতাংশই এই আশ্রমের পরিচালনার স্বার্থে ব্যয় করেন। তিনি এই প্রতিষ্ঠান এর সেবা সকল সাধারনক মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে এই অনলাইন বিজ্ঞাপন নির্মানের সিদ্ধান্ত নেন। উল্ল্যেখ থাকে যে তার ফেইসবুক পেইজে ১ কোটির অধিক ফলোয়ার আছেন মুলত তিনি তাদের উদ্দ্যেশেই এই অনলাইন বিজ্ঞাপন নির্মান এ এগিয়ে আসেন। এই বিজ্ঞাপন চিত্রের সিরিজটির গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় যৌথভাবে কাজ করেছেন সৈয়স রিশাদ ও তারিফ সৈয়দ। এ বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন দেশবরেন্য প্রবীন অভিনয় শিল্পী দিলারা জামান,সুপরিচিত গল্পকার,নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার, ৫০ বছর ধরে অভিনয় শিল্পী হিসেবে সুপরিচিত বৈদ্যনাথ সাহা, সাইফুল ইসলাম, অশোক বসাক, রিমু সিদ্দিক, জিনাত রেহানা লুনা, সাফা মারুয়া, আইভী জুই, তানিয়া হৃদি, আহমেদ ফারুক,সিদ্দিকুর রহমান রিপন,শওকত রনি, রাজা পাঠান,দিয়া মনি, শিশু শিল্পী রুদ্র মুন,শাফিন সহ আরো অনেকে শিল্পীগন।
এ বিশয়ে নির্মাতা সৈয়দ রিশাদ বলেন- নিজেকে বেশ আলোকিত মনে হচ্ছে, এমন মানবিক একটি প্রোজেক্ট এর সাথে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। যেহেতু এই কাজটা আসলে দৃষ্টিভঙ্গির তাই নির্মান নিয়ে আর বেশি কিছু বলতে চাননি নির্মাতা। অপর নির্মাতা তারিফ সৈয়দ বলেন এটি আসলে মানবিক উদ্দ্যেশেই করা। আর এই সিরিজের মাধ্যমে মানুষ পরিবারের অসুস্থ স্বজনদের নিয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করবেন এটাই প্রত্যাশা। গর্বিত এই প্রজেক্ট এর সাথে থাকতে পেরে।
অভিনেতা ও নাট্যকার কচি খন্দকার বলেন এমন মানবিক স্বার্থে কাজ করাটা অনুভুতিতে বেশ নাড়া দেয়। অনেক কাজই তো আসে এমন কাজ সবসময় করা হয় না।
বরেন্য অভিনয় শিল্পী দিলারা জামান বলেন নতুন ডিরেক্টরগন যে উদ্দ্যোগ নিয়েছেন তা অবশ্যই সাধুবাদ জানানোর বিষয়। পারিবারিক বন্ধন ও পরিবারের সেবাযত্ন নিয়ে এমন ধরনের বিজ্ঞাপন চিত্র নতুন প্রজন্মের মধ্য পারিবারিক সেতুবন্ধন সৃষ্টি করবে আশা করি। উদ্দ্যোগী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।