দিনে ১০০-১৫০ ছক্কা মারেন আসিফ আলি
হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য তার আলাদা পরিচিতি আছে। টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটটাও দেড়শ ছুঁইছুঁই। আসিফ আলির কাজই যেন কঠিন পরিস্থিতিতে ছক্কা মেরে দলকে জেতানো। অতীতে এমন করে পাকিস্তানকে জেতানোর রেকর্ডও আছে।
এশিয়া কাপকে সামনে রেখে আসিফ আলি ছক্কা মারার প্রস্তুতিটাই সেরেছেন জোরেসোরে। পাকিস্তানের আক্রমণাত্মক এই ব্যাটার জানান, প্রতিদিনের অনুশীলনে তিনি নাকি ১০০ থেকে ১৫০ ছক্কা মারেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপকালে আসিফ আলি বলেন, ‘আমি প্রতিদিন অনুশীলনে ১০০ থেকে ১৫০টি ছক্কা মারার চেষ্টা করি, যাতে ম্যাচে ৪ থেকে ৫টি ছক্কা মারতে পারি।’
আসিফ যোগ করেন, ‘যেখানে আমি ব্যাট করি সেখানে প্রতি ওভারে আপনাকে ১০ থেকে ১২ রান করতে হবে। এমন পরিস্থিতিতে আপনার উপর চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে তার অবস্থার কথা মাথায় রেখে প্রস্তুতি জোরদার করছি।’
আসিফ আলি আরও বলেন, ‘এ ধরনের কাজ করলে ম্যাচে আরাম পাওয়া যায়। আমি কোনও নির্দিষ্ট শট মাথায় নিয়ে ব্যাট করতে আসি না। যেখানেই বল পাব, শট খেলব। এই জিনিসটা সবসময় মাথায় থাকে।’
এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ২৭ আগস্ট। পাকিস্তানের প্রথম ম্যাচ তার ঠিক পরের দিনই, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।