দাম বাড়ছে ডালিয়ান আকরিক লোহার

স্টাফ রিপোর্টার

টানা পঞ্চম মাসের মতো দাম বাড়ছে ডালিয়ান আকরিক লোহার। স্টিল তৈরির পেছনে ব্যবহৃত উপাদানের মূল্যবৃদ্ধি ও চীনে স্টিলের চাহিদা বেড়ে যাওয়া দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। দেশটি এখন স্থাপনা নির্মাণের মৌসুম পার করছে। খবর দ্য বিজনেস রেকর্ডার।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৯৩২ দশমিক ৫০ ইউয়ানে দাঁড়িয়েছে। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে ২ শতাংশের বেশি। এদিকে সিঙ্গাপুরে স্টিল তৈরির উপকরণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ দশমিক ৫৫ ডলারে। ২১ ফেব্রুয়ারির পর থেকে মূল্যসূচকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের দাবি, চীনে নির্মাণ স্থাপনার ব্যস্ত মৌসুম চলছে বর্তমানে। ফলে চাহিদার বিপরীতে দাম বাড়ছে।

আকরিক লোহায় অতিরিক্ত দাম ঠেকাতে নীতিমালা প্রণয়ন করেছে চীনা কর্তৃপক্ষ। তার পরও সতর্কতা লঙ্ঘন করছেন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহেই চীন তার কর্মবিবরণী প্রকাশ করবে। কভিড-১৯ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা করছে দেশটি। আইএনজির পক্ষ থেকে বলা হয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারির কর্মবিবরণী আগামী বুধবার প্রকাশ করবে চীন। ফলে বছরের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের চিত্র দেখার বিষয়ে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দুই মাসে আবাসন খাতে মূল্য বেশ স্থিতিশীল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *