দাপট দেখাল বীমা

দেশের শেয়ারবাজারে মন্দা প্রবণতা চললেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে হঠাৎ করেই দাপট দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বাড়ার দিক থেকে শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মধ্যে আটটি দখল করেছে বীমা খাতের কোম্পানি।

এর মধ্যে গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

মূল্যে বড় ধরনের উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৮ হাজার টাকা।

এ দিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ১৮ দশমিক ১৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৫ টাকা ৯০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৩০ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৬ দশমিক ২৮ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক শূন্য শতাংশ শেয়ার আছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। এর পরেই রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৩ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১০ দশমিক ২৯ শতঅংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, বেঙ্গল উইনডোজের ৯ দশমিক ৫২ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮১ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৯ শতাংশ দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *