দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা বিস্তৃত করছে আলিবাবা

স্টাফ রিপোর্টার

দক্ষিণপূর্ব এশিয়ার ই-কমার্স বাণিজ্য খাতে বড় আকারের বিনিয়োগ পরিকল্পনা করেছে আলিবাবা। চীনের ই-কমার্স জায়ান্টটি এ অঞ্চলে ব্যবসার আকার ১০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায়। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ অবস্থানেও পৌঁছতে চায় প্রতিষ্ঠানটি।

চলতি সপ্তাহেই এ উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করে আলিবাবা। এজন্য দক্ষিণপূর্ব এশিয়ার ই-কমার্স শাখা লাজাদার জন্য ৩০ কোটি গ্রাহককে সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১৬ সালে লাজাদার নিয়ন্ত্রণ নেয় আলিবাবা। এরপর সংস্থাটির আকার বাড়াতে ২০১৮ সালে ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়।

আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝ্যাং বলেন, আন্তর্জাতিক বাজারে লাজাদার সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ায় ই-কমার্স খাতের অনুপ্রবেশের হার মাত্র ১১ শতাংশ। ফলে গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও বাজারের আকার বাড়াতে লাজাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অবশ্য দক্ষিণপূর্ব এশিয়ার বাজারে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির এ আকাঙ্ক্ষার পেছনে বেশ বড় কারণও রয়েছে। এ মুহূর্তে চীনের বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবসা বাড়াতে দক্ষিণপূর্ব এশিয়াকেই বেছে নিচ্ছে আলিবাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *