থাইল্যান্ডের রফতানি বাড়ার আশা

স্টাফ রিপোর্টার

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) থাইল্যান্ডের রফতানি বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশটির রফতানিকারকদের আশা, বছরের প্রথম তিন মাসে রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বাড়বে। বিশ্বজুড়ে জোরালো অর্থনৈতিক পুনরুদ্ধার অব্যাহত থাকায় এমন আশা করছেন তারা। খবর ব্যাংকক পোস্ট।

দেশটির রফতানিকারকদের সংস্থা থাই ন্যাশনাল শিপারস কাউন্সিলের চেয়ারম্যান চাইচান চারেওনসুক জানান, জানুয়ারিতে রফতানি শক্তিশালী ছিল। এ সময়ে ২ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বছরের প্রথম প্রান্তিকে রফতানি ৫ শতাংশ বাড়বে বলে আমরা আত্মবিশ্বাসী। তবে উচ্চ জ্বালানি ব্যয়, কর্মী ও কাঁচামাল সংকট এবং বন্দরে পণ্যজটসহ বিভিন্ন ঝুঁকির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

চলতি বছর রফতানি ৫ থেকে ৮ শতাংশ বাড়বে বলে আশা সংস্থাটির। অংশীদার দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার শক্তিশালী হওয়ায় এবং দেশগুলোর আমদানি বেড়ে যাওয়ায় এ বছর ২৮ হাজার ৫০০ কোটি থেকে ২৯ হাজার ৩০০ কোটি ডলারের রফতানি হবে বলে আশা করছে সংস্থাটি।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, গত বছর রফতানি ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২৭ হাজার ১০০ কোটি ডলার এবং আমদানি ২৯ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৬ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। চলতি বছর রফতানি ৩ কিংবা ৪ শতাংশ বেড়ে ২৭ হাজার কিংবা ২৮ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছবে বলে আশা মন্ত্রণালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *