ত্বকের যত্নে পেঁপের যাদুকারী ৫টি ফেসপ্যাক

বাংলাদেশের অতি পরিচিত এবং সাধারণ একটি ফল হল পেঁপে। পেঁপে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও এটি বেশ কার্যকর।  কথিত আছে প্রাচীনকাল মিশরের সুন্দরীরা কাঁচা পেঁপে ব্যবহার করতেন ত্বকের মৃতকোষ দূর করার জন্য। শুধু কি তাই? ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করতেও পেঁপে বেশ কার্যকর। ত্বxকের উপকারি পেঁপের কিছু প্যাক নিয়ে আজকের এই ফিচার।

১। পেঁপে এবং মধুর ফেসপ্যাক

কয়েকটি পাকা পেঁপের টুকরো ম্যাশ করে পেস্ট করে নিন। এর সাথে এক টেবিল চামচ মধু মেশান। পেঁপে এবং মধু ভাল করে মিশিয়ে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক হাইড্রেইড করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

২। পেঁপে এবং টকদই

দুই টেবিল চামচ পেঁপের পেস্ট, দুই টেবিল চামচ টকদই এবং কয়েক ফোঁটা গোলাপ জল একসাথে মিশিয়ে নিন। এটি মুখ এবং ঘাড়ে লাগান। মুখ ধোঁয়ার আগে ৫ মিনিট ত্বক ম্যাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করে দেয়। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

৩। পেঁপে এবং লেবুর রস

দুই টেবিল চামচ পেঁপের পেস্ট এবং এক টেবিল চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি স্কিন টোন হালকা করার সাথে সাথে ত্বকের কালো দাগ দূর করে দেবে।

৪। পেঁপে এবং টমেটোর প্যাক

টমেটো পেঁপের সাথে মিশে দারুন একটি ফেসপ্যাক তৈরি হয়। পেঁপের পেস্টের সাথে টমেটোর পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

৫। পেঁপে এবং মুলতানি মাটি

পেঁপে ম্যাশ করে নিন এরসাথে মুলতানি মাটির গুঁড়ো মেশান। পেঁপে এবং মুলতানি মাটির গুঁড়োর প্যাক মুখ এবং ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ২০ মিনিট পর স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। ব্রণ এবং তেল দূর করতে এটি বেশ কার্যকর। এই প্যাকটি ত্বক নরম করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *