তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে দ্বিধায় ওপেক প্লাস

স্টাফ রিপোর্টার

ওপেক প্লাস এপ্রিল থেকে প্রতি মাসে দৈনিক গড়ে ১ লাখ ৩৮ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করেছিল। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় ভুগছেন সংগঠনটির সদস্য দেশগুলো। বাড়ানো নাকি স্থগিত করা হবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওপেক প্লাস সংশ্লিষ্ট আট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ভেনিজুয়েলা, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা জানান, নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলোর কারণে বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্বিধায় পড়েছেন ওপেক প্লাসভুক্ত দেশগুলো।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। সূত্র জানায়, সংস্থাটি সাধারণত এক মাস আগে তার সরবরাহ নীতি ঘোষণা করে। তবে এ পর্যন্ত কোনো সম্মতিতে পৌঁছানো সম্ভব হয়নি।

সূত্র আরো জানায়, ওপেক প্লাসভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও রাশিয়া উত্তোলন বাড়ানোর পক্ষে রয়েছে। তবে সৌদি আরবসহ অন্য সদস্যরা স্থগিত রাখার পক্ষে। যদিও এ বিষয়ে ওপেক ও সৌদি সরকারের যোগাযোগ দপ্তর মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ও ইউএইর এনার্জি মিনিস্ট্রির দপ্তরও মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে উত্তর দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *