তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল

স্টাফ রিপোর্টার

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা তেয়। এরই সথ্যে রাশিয়ান তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দাম বেড়েই চলেছে তেলের। কয়েক দফা বাড়ার পর ১০০ ডলারের নিচে নেমেছিল তেলের ‍মূল্য, যা আবার ১০০ ডলার ছাড়িয়েছে। খবর রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার তেলের দাম ফের ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ সংকটে দাম বেড়েছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকাই এর মূল কারণ।

চলতি সপ্তাহের শুরুতে দাম করেছিল তেলের। ব্যারেল প্রতি মূল্য হয়েছিল ৯৪ ডলার। কিন্তু সপ্তাহ শেষের দিকে যুক্তরাষ্ট্রের ক্রুডের দাম আট শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম নয় শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬৪ ডলার হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত ৭ মার্চ বিশ্ববাজারে ব্রেন্টের দাম উঠেছিল ১৩৯ দশমিক ১৩ ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই সময় ডব্লিউটিআই’র দাম উঠেছিল ২০০৮ সালের পর সর্বোচ্চ ১৩০ দশমিক ৫০ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *