তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে শ্রমিকদের অবস্থান
রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে পোশাকশ্রমিকেরা অবস্থান নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। আজ সকাল আটটার পর থেকে ওই এলাকায় অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।