তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় এ তথ্য জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
উত্তরবঙ্গসহ দেশের কিছু কিছু স্থানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তীব্র শীত আর কনকনে ঠাণ্ডা বাতাসে এঅঞ্চলের মানুষের অবস্থা জবুথবু। আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন।
আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, আজ সকাল ৬ টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।
এছাড়া রংপুরে ১০.০, সৈয়দপুরে ৯.৫, রাজারহাটে ৮.৪, ডিমলায় ৯.৬, নওগাঁয় ১০.০, রাজশাহীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
তিনি জানান, বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরও কিছু কিছু স্থানের উপর দিয়ে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২ দিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।