তৃতীয় প্রান্তিকে জি২০ জোটের পণ্য বাণিজ্যে পতন

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর পণ্য বাণিজ্যে দুই বছরের মধ্যে প্রথম পতন দেখা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ প্রবৃদ্ধির পর তৃতীয় প্রান্তিকে হঠাৎ করেই যেন মন্দা ভাব শুরু হয়েছে। ডলারের বিনিময়মূল্যে হিসাব করলে জুলাই-সেপ্টেম্বর সময়ে রফতানি কমেছে ১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে আমদানিতে সংকোচন দেখা দিয়েছে ১ দশমিক ১ শতাংশ। এ দুই সংকোচনের কারণ হিসেবে বৈশ্বিক ভোক্তা চাহিদার ধীরগতি ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কথা বলা হচ্ছে। খবর দ্য ন্যাশনাল।

জ্বালানি তেলের দামে পতন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উত্তর আমেরিকায় পণ্য রফতানিতে ধীরগতি সৃষ্টি করেছে। যদিও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে এর ইতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এখনো আগের প্রান্তিকের চেয়ে প্রবৃদ্ধির গতি ধীর।

ইউরোপীয় ইউনিয়নেও (ইইউ) পণ্য রফতানি ও আমদানিতে সংকোচন দেখা গিয়েছে, যা যথাক্রমে ১ দশমিক ৫ এবং শূন্য দশমিক ৭ শতাংশ। যুক্তরাজ্যে রফতানি বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ, একই সময়ে আমদানিতে বড় ধরনের পতন দেখা গিয়েছে, যা শতকরা হারে ৯ দশমিক ৯ শতাংশ। পূর্ব এশিয়ায় ইলেকট্রনিকস পণ্য ও যন্ত্রাংশের বিক্রি বাড়লেও পণ্য বাণিজ্যে দুর্বল অবস্থা বিরাজ করছে।

একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে জাপান ও দক্ষিণ কোরিয়ার বাজারেও। জাপানে রফতানি কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ায় ১ দশমিক শূন্য শতাংশ। অন্যদিকে চীনে বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।

সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের সঙ্গে ঠিক আগের প্রান্তিকের পরিস্থিতি তুলনা করলে দেখা যায়, জোটভুক্ত দেশগুলোর বাণিজ্যে বেশ ধীরগতি দেখা দিয়েছে। পণ্য বাণিজ্য ছাড়াও পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রেও উত্তর আমেরিকায় ধীরগতি দেখা যাচ্ছে। ইউরোপজুড়ে পরিষেবা বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানগুলো নিম্নমুখী প্রবণতার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *