তুরস্কে বাড়ি বিক্রি কমেছে ১২.৯ শতাংশ
তুরস্কে আবাসন খাতের বিক্রি নিম্নমুখী হয়েছে। জুলাইয়ে দেশটিতে বাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ কমেছে। খবর আনাদোলু এজেন্সি।
টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুসারে, গত মাসে মোট ৯৩ হাজার ৯০২টি বাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে ১৫ দশমিক ৩ শতাংশ অংশীদারত্ব নিয়ে শীর্ষে রয়েছে ইস্তানবুল। শহরটিতে ১৪ হাজার ৩৫০টি বাড়ি বিক্রি হয়েছে। এরপর ৭ হাজার ৪১৭ ও ৪ হাজার ৮৬৮টি বাড়ি বিক্রি নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আঙ্কারা ও ইজমির।
জুলাইয়ে বিদেশী ক্রেতাদের কাছে বাড়ি বিক্রি ১২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৯৩৯ ইউনিটে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বিদেশীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে আন্টালিয়া। রিসোর্ট শহরটিতে ১ হাজার ৪২১টি বাড়ি কিনেছেন বিদেশীরা। বিদেশীদের বাড়ি কেনার ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইস্তানবুল ও মেরসিন।
বিদেশী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি কিনেছে রুশরা। গত মাসে তারা দেশটিতে ১ হাজার ২৮টি বাড়ি কিনেছেন। এর পরই রয়েছে ইরানি ও ইরাকিরা।