তুরস্কে গাড়ি উৎপাদন কমেছে
স্টাফ রিপোর্টার
বিশ্বজুড়ে চলমান চিপ ঘাটতির প্রভাব পড়েছে তুরস্কেও। গত বছর দেশটিতে সামগ্রিক যানবাহন উৎপাদন ২ শতাংশ কমেছে। অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২১ সালে ১২ লাখ ৭০ হাজার ইউনিট যানবাহন উৎপাদিত হয়েছে। গত বছর দেশটিতে গাড়ি উৎপাদন আগের বছরের তুলনায় ৮ শতাংশ কমে ৭ লাখ ৮২ হাজার ৮৩৫ ইউনিটে দাঁড়িয়েছে। তবে দেশটির বাণিজ্য যানবাহন উৎপাদন ১১ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটিতে গাড়ি বিক্রিও ৩ শতাংশ কমে ৭ লাখ ৭২ হাজার ৭২২ ইউনিটে পৌঁছেছে। আনাদোলু এজেন্সি