তুরস্কের ই-কমার্স সম্প্রসারিত হয়েছে ৬৯%
স্টাফ রিপোর্টার
২০২১ সালে তুরস্কে ই-কমার্সে কেনাকাটা আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেড়েছে। আনাদোলু এজেন্সির একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। গত বছর তুরস্কে ১ লাখ ৬২ হাজারেরও বেশি কোম্পানি প্রথমবারের মতো ই-কমার্সে প্রবেশ করেছে। প্রায় ৭০ শতাংশ অনলাইন শপিং মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ২০২১ সালে বৈশ্বিক ই-কমার্সের আকার ১৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বৈশ্বিক খুচরা বাণিজ্যের ১৯ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালে বৈশ্বিক ই-কমার্সের আকার ছিল ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। আনাদোলু এজেন্সি