তিন ইউকেট হারিয়ে চাপে বাংলাদেশ
দলীয় ২৭ রানের মাথায় তিন ইউকেট হারিয়ে চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ। শুরুতেই ভেঙেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইমরুল কায়েসকে ফিরিয়ে দিয়েছেন কাইল জার্ভিস।
ইমরুল কায়েস ১৬ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে বাজে শট খেলে আউট হন তিনি। আর অভিষেক হওয়া মিঠুন বাজে এক শটে শূন্য রানে ফিরলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৩ ইউকেট হারিয়ে ৩৩ রান। ক্রিজে আছেন মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম। মুমিনুল করেছেন ৪০ বলে ১০ রান। অন্যদিকে মুশফিক করেছেন ২১ বলে ৪ রান।
এর আগে বাংলাদেশ দলে তিন পরিবর্তন নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামে। দলে আনা হয় তিন পরবর্তন। বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।