তিনদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সেনা প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ তিনদিনের সফরে আজ শনিবার (১০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন। ইউএইর সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এ শুভেচ্ছা সফর করছেন তিনি।

সফরকালে সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ল্যান্ড ফোর্সেস কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সেখানে আল-হামরা কম্ব্যাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করবেন তিনি।

সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ প্রথম বাংলাদেশি সেনাবাহিনী প্রধান, যিনি সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে শুভেচ্ছা সফরে গমন করছেন। সফর শেষে তিনি ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

সূত্র : আইএসপিআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *