তাইওয়ানের ৬৩% প্রতিষ্ঠান বাড়ি থেকে কাজ করাতে চায়
চীনে নতুন করে আবারো প্রকোপ বাড়ছে কভিডের। এরই ধারাবাহিকতায় এক সমীক্ষায় দেখা যায়, তাইওয়ানের ৬০ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান ঘরে বসে কাজের পদ্ধতি আবারো অনুসরণের তাগিদ অনুভব করছে। ২০২১ সালের মে মাসে কভিড-১৯ মহামারীর কারণে দ্বীপটিতে ঘরে বসে কাজ করা বা ওয়ার্ক ফ্রম হোম ধারণা জনপ্রিয় হয়ে ওঠে। খবর তাইওয়ান নিউজ।
রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনালের (আরটিআই) প্রতিবেদন বলছে, সমীক্ষা অনুসারে ৬৩ দশমিক ৩ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান কর্মীদের আবারো ঘরে ফেরানোর তাড়না বোধ করছে। মোট ৫৮ দশমিক ১ শতাংশ প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। তবে সমীক্ষার ফল বলছে, ৫০ দশমিক ৩ শতাংশ প্রতিষ্ঠান জানায় এতে কাজ ব্যাহত হয়। এছাড়া ৩৮ দশমিক ১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, স্থানভেদে কাজের ওপর কোনো প্রভাব পড়ে না। আবার ১১ দশমিক ৬ শতাংশ প্রতিষ্ঠান জানায়, ঘরে বসে কাজ তুলনামূলক ভালো করেছেন কর্মীরা।
ঘরে বসে কাজ করার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো আলোচনা করেছেন নিয়োগকর্তারা।