তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ বেড়েছে

স্টাফ রিপোর্টার

জানুয়ারিতে টানা ২৩তম মাসের মতো তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ বেড়েছে। চিপ ও প্রযুক্তি পণ্যগুলোর তীব্র চাহিদা ক্রয়াদেশ বাড়াতে সহায়তা করেছে। খবর রয়টার্স।

রয়টার্সের একটি জরিপে ১৩ জন অর্থনীতিবিদ এ পূর্বাভাস দিয়েছেন। পূর্বাভাসের গড় অনুযায়ী, গত মাসে তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ গত বছরের জানুয়ারির তুলনায় ১২ শতাংশ বাড়বে। বাড়ার পূর্বাভাস ৪ দশমিক ১ থেকে সর্বোচ্চ ২৪ দশমিক ৪ শতাংশ পর্যন্ত।

ডিসেম্বরে দ্বীপটির রফতানি ক্রয়াদেশ ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৯০ কোটি ডলারে পৌঁছেছে। মাসভিত্তিক এ পরিসংখ্যান তাইওয়ানের হিসাবে রেকর্ড সর্বোচ্চ। গত বছরের শেষ মাসেও ক্রয়াদেশ বাড়ার পেছনে প্রযুক্তিপণ্য মূল অবদান রেখেছে।

তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ হাই-টেক গ্যাজেট ও এশীয় চাহিদার একটি প্রধান সূচক। এ ক্রয়াদেশ বাড়ার বিষয়টি সাধারণত পরবর্তী দুই থেকে তিন মাস প্রকৃত রফতানি বাড়াতে সহায়তা করে। বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা তাইওয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডসহ দ্বীপটির নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে চিপ সরবরাহ ব্যবস্থার একটি মূল অংশ। সংস্থাগুলো অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের চিপ সরবরাহ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *