ঢামেকের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিল ২ জনের। বাকি ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ২৩ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১.৫০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিল। বাকি ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন- ঢাকার বাড্ডার তপন কাটরি (৬১) ও আরও একজন হলেন ঢাকার মিরপুরের মো. জাকির হোসেন (৬০)। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বজলু মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, করোনার রিপোর্ট পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট এক হাজার ৫৪৫ জনের প্রাণ কেড়ে নিলো। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪১২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *