ড্র দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু বার্সার

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে। ইনজুরি কাটিয়ে বার্সা অধিনায়ক লিওনেল মেসির মাঠে ফেরার ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালান জায়ান্টরা।

সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বল দখলে বরাবরই আধিপত্য দেখায় বার্সেলোনা। যদিও শুরু একাদশে ছিলেন না মেসি।
ইনজুরির কারণে প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়েন জর্ডি আলবা। বিররতির পর শুরুতেই একটি গোলের সুযোগ নষ্ট করেন লুইজ সুয়ারেজ। এরপর ম্যাচের সহজ গোলে সুযোগ হাতছাড়া করেন বরুশিয়া। ৫৭ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। রুইসের নেওয়া পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন স্টেগান।

আক্রমণের ধার বাড়াতে ম্যাচের ৫৯ মিনিটে আনসু ফাতির পরিবর্তে মেসিকে মাঠে নামান কোচ ভালভার্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *