ডেঙ্গু মোকাবিলায় সমন্বয় করে কাজ করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধন ও সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) লন্ডন থেকে এক টেলি-কনফারেন্সের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। ডেঙ্গু মোকাবিলায় করণীয় ঠিক করতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত জরুরি সভার প্রাক্কালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে কল করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘ডেঙ্গু যখন প্রথম শুরু হয়, তখন এটি শুধু ঢাকা নগরীতে ছিল। ধীরে ধীরে এটি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে ঈদে যারা বাড়িতে যাচ্ছে, তাদের মাধ্যমে এ রোগ অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। সকলের প্রতি আবেদন, যার যার নিজের ঘরবাড়ি ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফুলদানি, পরিত্যক্ত ভাঙা হাড়িপাতিল ও খানাখন্দে যেন বৃষ্টির পানি জমতে না পারে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাসাবাড়িতে জামাকাপড়ের মধ্যেও যেন মশা দাঁড়াতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। তাছাড়া ডোবা নালায় যেন এডিশ মশা বিস্তার লাভ করতে না পারে, সে ব্যাপারে ঢাকার দুই সিটি মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।’ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও পরিচ্ছন্নতা কাজে নামার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ও গণপিটুনি ইস্যুতে শেখ হাসিনা বলেন, ‘দেশবাসীকে বলব, গুজবে কান দিবেন না। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিন। মিডিয়ার যারা আছেন, তাদের বলব, অহেতুক ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ’গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজব ও মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বেশ কয়েকটি জেলায় যে বন্যা দেখা দিয়েছে, তা মোবাবিলায় দুর্যাগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দায়িত্বশীলরা কাজ করছে। তাছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বন্যাকবলিতদের সহযোগিতা করতে বলা হয়েছে।’

‘বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষা পেতে ও নদীগুলোতে পানি ধরে রাখতে ইতোমধ্যেই সরকার ড্রেজিংয়ের কাজ করছে। নদীর পানি ধারণ ক্ষমতা বাড়াতে পারলে নদীভাঙন ও বন্যা প্রবণতা কমবে এবং শুষ্ক মৌসুমেও পানির ঘাটতি কমবে।’

ডেঙ্গু মোকাবিলায় ‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক সভায় ওবায়দুল কাদের ঢাকার দক্ষিণ ও উত্তর সিটিসহ দেশের জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে তিন দিনের পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং শনিবার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *