ডেঙ্গুতে পুরুষদের আক্রান্তের হারই বেশি

রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, এবার ডেঙ্গু রোগে বেশি আক্রান্ত হচ্ছেন স্কুল, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং কর্মজীবীরা। আর এর মধ্যে পুরুষদের আক্রান্তের হারই বেশি।

আইইডিসিআর এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৮২ জন। আর আগস্ট মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগী ছিলেন ৩৪ হাজার ৭২১ জন। আর গত বছর (২০১৮ সাল) ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১০ হাজার ১৪৮ জন।
এখনও অনেক রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে সংখ্যা দেয়া হয় তা শুধুমাত্র ৪০ টি হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ি। স্বাস্থ্য অধিদফতরে স্থাপিত ডেঙ্গু সচিবালয় থেকে জানানো হয়েছে অন্য হাসপাতালগুলো তথ্য তাদের কাছে নেই।

ডেঙ্গু আক্রান্তও হয়ে গত ২৪ ঘণ্টায় (১৮ আগস্ট সকাল ৮টা থেকে ১৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫ জন। সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সচেতনার উপর জোর দিতে পরামর্শ দিয়েছেন সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *