ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি আর নেই
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন) শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এএসএম মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৭ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচিত মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অনুপস্থিতিতে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ওসমান গণিকে প্রধান করে তিন সদস্যের নতুন মেয়র প্যানেল নির্বাচিত করে সরকার।