ঠোঁটের কালচেভাব দূর করার ম্যাজিক টিপস
জানেন কি টমেটো ঠোঁটের কালচেভাব কমাতে সাহায্য করে? টমেটো কেটে এর পাল্প ঠোঁটে লাগান।একটু পর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।এতে কালচেভাব কমবে। এ ধরনের আরো কিছু ঘরোয়া উপাদান রয়েছে যেগুলো ঠোঁটের কালচেভাব কমাতে উপকারী।
জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইে প্রকাশ হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।
গোলাপ জল
গোলাপ জল একটি চমৎকার উপাদান ঠোঁটের কালচে ভাব দূর করার। একটি তুলার বলের মধ্যে গোলাপ জল নিন। এবার ঠোঁটে লাগান। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে দিনে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
চিনি
চিনি ঠোঁটের মৃতকোষ দূর করতে কাজ করে। এক টেবিল চামচ লেবুর রসের মধ্যে এক চা চামচ চিনি মেশান। মিশ্রণটি ঠোঁটে হালকাভাব ঘষুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঠোঁটের কালচে দাগ দূর করতে এই মিশ্রণটি সপ্তাহে দুই থেকে তিনবার লাগাতে পারেন।