ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নিলেন ড্যান কোটস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেওয়া ব্যক্তিদের তালিকায় যুক্ত হলেন আরেক বড় পদের কর্মকর্তা। এবার পদত্যাগ করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস।

এক টুইটে ড্যান কোটসের পদত্যাগের বিষয়টি জানান ট্রাম্প। কোটস আগস্টের মাঝামাঝি সময় বিদায় নেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র‌্যাটক্লিফ। ওই টুইটে ট্রাম্প আশা প্রকাশ করেন, র‍্যাটক্লিফ দারুণ নেতৃত্ব দেবেন এবং দেশের সুনাম বাড়াতে ভূমিকা রাখবেন।

আসলে রাশিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে প্রায়ই বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প ও কোটস। জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়ায় সিআইএ ও এনএসএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থারই তদারক করার দায়িত্ব ছিল কোটের। তবে তাঁর আমলের পুরো সময়টাতেই ট্রাম্পের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতভেদ হয় তাঁর। গোয়েন্দা সংস্থার সমালোচনা করতেন ট্রাম্প।

গত জানুয়ারিতে কোটসের কাছে ইরান ইস্যুতে মতামত চেয়েছিলেন ট্রাম্প। তবে ইরানের হুমকির বিষয়ে তাঁর ‘নিষ্ক্রিয়’ ও ‘সাদাসিধে’ মূল্যায়ন মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের।

পদত্যাগপত্রে কোটস লিখেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তাঁর আড়াই বছরের মেয়াদে ‘আগের চেয়ে শক্তিশালী’ হয়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন এখন জীবনের পরবর্তী চ্যাপ্টার খোলার সময় হয়েছে তাঁর। কোটস বলেন, গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট তাঁকে পদে বহাল থাকতে বলেছিলেন, তবে পররাষ্ট্র বিষয়ে তাঁদের মতের পার্থক্য অপরিবর্তনীয় বলেই মনে করেছেন তিনি।

সাবেক কূটনীতিক কোটস ২০১৭ সালের মার্চে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। জেমস ক্ল্যাপারের স্থলাভিষিক্ত হন তিনি। মিশিগান অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম নেওয়া কোটস ষাটের দশকে দুটি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে স্নাতক করেন। ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল ও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন তিনি। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন কোটস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *