ট্যাপের মুখ বন্ধ করে দিল বানর (ভিডিও)
আমরা কখনো কি ভেবে দেখেছি দিনে আমরা কী পরিমাণ পানি অপচয় করছি? পানির ট্যাপ ছেড়ে দিয়ে কাজ করা আমাদের যেন অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের মধ্যে যাদের এ ধরনের অভ্যাস রয়েছে তাদের জন্য একটা উচিত শিক্ষা দিল বানর।
ভারতের সাবেক জাতীয় নির্বাচন কমিশনার ড. এসওয়াই কুরেশি নিজের টুইটার অ্যাকাউন্টে টিকটকের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যায়, অবলা এই প্রাণিটি পানির প্রয়োজনমাফিক ব্যবহারের বিষয়ে কতটা সচেতন!
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা পুরনো বাড়ির দরজার পাশে একটি পানির ট্যাপ রয়েছে। তার পাশে থাকা কলের পাইপ বেয়ে উঠে সেটি খুলে পানি পান করছে একটা বানর। পেটভরে পানি পান করার পর চারদিকে তাকিয়ে ট্যাপটা বন্ধ করে দেয় সে।
ভিডিওটি শেয়ার করে ড. কুরেশি লিখেছেন, ‘মানুষের জন্য কী সুন্দর বার্তা!
ভিডিওটি টুইটারে পোস্ট হতেই দেখা হয়েছে ২ লাখ ৯৮ হাজার বার। লাইক দিয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ।
What a beautiful message for humans! pic.twitter.com/wTgK4b9uGF
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) August 1, 2019