টেসলার ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি ইলোন মাস্কের
টেসলার প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করলেন ইলোন মাস্ক। টুইটার অধিগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করেছেন তিনি। কয়েক সপ্তাহ আগে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং সাইটটি কিনে নিয়েছেন তিনি। খবর রয়টার্স।
মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক ফাইলিংয়ে বিশ্বের শীর্ষ ধনী জানিয়েছেন, তিনি টেসলার আরো ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন। অর্থের হিসাবে শেয়ারগুলোর মূল্য প্রায় ৩৯৫ কোটি ডলার।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রকাশিত ফাইলিংয়ে দেখা গিয়েছে, গত শুক্র ও মঙ্গলবার বিশ্বের শীর্ষ এ ধনী শেয়ারগুলো বিক্রি করেন। প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির খবরে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়। এতে মূল্য হারিয়েছে সংস্থাটির শেয়ার। ফলে ইলোন মাস্কের নিট সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের নিচে নেমে গিয়েছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, সর্বশেষ শেয়ার বিক্রির পর টেসলায় ইলোন মাস্কের অংশীদারত্ব প্রায় ১৪ শতাংশে নেমেছে। তবে মাস্কের শেয়ার বিক্রির উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।
যদিও অনেক আগে থেকেই বিশ্লেষকরা বলে আসছিলেন যে টুইটার চুক্তিতে অর্থায়নের জন্য ইলোন মাস্ক টেসলার শেয়ার বিক্রি করতে পারেন। এর আগে বিশ্বের শীর্ষ এ ধনকুবেরও জানিয়েছিলেন, তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণে বাধ্য করা হলে তার অর্থের প্রয়োজন হবে। ইলোন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনা নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যসংক্রান্ত জটিলতার জেরে তিনি টুইটার অধিগ্রহণ স্থগিতের ঘোষণাও দিয়েছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটার মামলা করলে পাল্টা পদক্ষেপ হিসেবে মাস্কও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত মাসের শেষ দিকে টুইটার অধিগ্রহণ করেন তিনি।
আবার অধিগ্রহণের পর কর্মী ছাঁটাই নিয়েও আলোচনায় রয়েছেন তিনি। প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার পর টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম শুরু করেছেন তিনি। মালিকানা বুঝে নেওয়ার প্রথম ছাঁটাই করেন টুইটারের তৎকালীন প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে। পরে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এ ধনকুবের।