টেসলার চীনে তৈরি গাড়ি সরবরাহ বেড়ে তিন গুণ
স্টাফ রিপোর্টার
আগস্টে ৭৬ হাজার ৯৬৫ ইউনিট চীনে নির্মিত গাড়ি সরবরাহ করেছে টেসলা। এ সংখ্যা আগের মাসের তুলনায় প্রায় তিন গুণ। সাংহাইয়ের কারখানা আপগ্রেড করার পর মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা সংস্থাটির সরবরাহ ত্বরান্বিত হয়েছে। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) জানিয়েছে, গত মাসে টেসলা চীন থেকে ৪২ হাজার ৪৬৩ ইউনিট মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ি রফতানি করেছে। জুলাইয়ে সংস্থাটির বিক্রি ও রফতানি করা গাড়ির সংখ্যা ছিল যথাক্রমে ২৮ হাজার ২১৭ ইউনিট এবং ১৯ হাজার ৭৫৬ ইউনিট। রয়টার্স