টেসলাকে অনুসরণ করে মাস্টাংয়ের দাম কমাল ফোর্ড
এক সপ্তাহ আগে বৈদ্যুতিক গাড়ির দাম ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে টেসলা। এবার সে পথেই অগ্রসর হলো ফোর্ড মোটর। ৩০ জানুয়ারি প্রতিটি মাস্টাং মাক-ই গাড়ির মূল্য ৫ হাজার ৯০০ ডলার কমানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
টেসলা বৈদ্যুতিক গাড়ির দাম কমানোয় অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চাপের মুখে ছিল। এ কারণেই ফোর্ড তাদের মাস্টাং গাড়ির দাম কমাতে বাধ্য হয়। এক টুইটবার্তায় ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান ইভস বলেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির দাম কমায় ফোর্ডও তাদের মাস্টাংয়ের দাম কমিয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির দাম কমা নিয়ে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যার প্রথমেই আঘাত হেনেছে টেসলা। এ পদক্ষেপের কারণে মাক-ই-এর অতিরিক্ত একটি ভার্সন সাড়ে ৭ হাজার ডলারের ট্যাক্স ক্রেডিট অর্জনের সুবিধা পাবে। এজন্য ফোর্ডের বৈদ্যুতিক গাড়ির মূল্য ৫৫ হাজার ডলারের বেশি হওয়া যাবে না। ২০২২ সালে মেক্সিকোর কারখানায় মাক-ই-এর উৎপাদন ৭৮ হাজার ইউনিট থেকে বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ইউনিট করার পরিকল্পনার কথা জানিয়েছে ফোর্ড। নভেম্বরে দেয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মাস্টাং মাক-ই-এর উৎপাদন আরো বাড়ানো হচ্ছে। এছাড়া ২০২৩ সালের শেষ নাগাদ চীনের উৎপাদনসহ মোট ২ লাখ ৭০ হাজার ইউনিট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ফোর্ড।
সিএফআর রিসার্চের বিশ্লেষক গ্যারেট নেলসন বলেন, ‘বাজারে যেসব বৈদ্যুতিক গাড়ি টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে, মূল্য কমানোর এ উদ্যোগ তাদের জন্য বড় ধরনের চাপ। কেননা মাস্টাং মাক-ই সরাসরি টেসলার মডেল ওয়াইয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। মাক-ই-এর বিভিন্ন ভার্সনে ৮ শতাংশ পর্যন্ত দাম কমাচ্ছে ফোর্ড। এছাড়া অধিক শক্তিশালী ব্যাটারির দামও ১৯ শতাংশ কমানো হচ্ছে। কম দামি মডেলগুলোর দাম ৬০০-৯০০ ডলার কমানো হচ্ছে। তবে শুধু উত্তর আমেরিকায় এর প্রভাব পড়বে।
ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলে এক টু্ইট বার্তায় বলেন, স্কেলিংয়ের কমানোর কারণে গ্রাহকদের অপেক্ষা করার সময় কমবে। এছাড়া বেশি উৎপাদনের মাধ্যমে খরচ কমাতে পারছি এবং সেভিংসগুলো গ্রাহকদের সঙ্গে শেয়ার করতে পারছি।
২০২২ সালে যুক্তরাষ্ট্রে ফোর্ড ৩৯ হাজার ৪৫৮টি মাক-ইএস বিক্রি করেছে। যেখানে ২০২১ সালে এর পরিমাণ ছিল ২৭ হাজার ১৪০টি। অন্যদিকে বিবৃতিতে জেনারেল মোটরস জানায়, অন্য প্রতিষ্ঠানের জন্য গাড়ির দাম পরিবর্তন করার ব্যাপারে প্রতিষ্ঠান আগ্রহী নয়।
ডেট্রয়েটের এ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০২২ সালের জুনে বোল্টের দাম ৬ হাজার ডলারের কাছাকাছি কমিয়েছে।