টেকসই পোশাক খাতের প্রতিশ্রুতি বিজিএমইএ ফোরামের

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাক কারখানার মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র নেতৃত্ব পেলে টেকসই পোশাক খাত গড়ে তুলতে প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির নির্বাচনী জোট-ফোরাম। স্বচ্ছ ও পরিচ্ছন্ন বিজিএমইএ গড়ে তুলতে ৯ মার্চ সংগঠনের নির্বাচনে, প্যানেল সদস্যদের সমর্থন চেয়েছেন ফোরাম নেতারা।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে বিজিএমইএ সদস্যদের মুখোমুখি হয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন ফোরাম নেতারা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, নির্বাচনে জয়ী হলে বিজিএমইএ, পোশাক খাত ও দেশের অর্থনীতির সুরক্ষায় তার মনোযোগ থাকবে। টেকসই পোশাক খাত গড়তে তুলতে কাজ করবে ফোরাম। ব্যবসা, ব্যাংকিং ও রাজস্ব সংক্রান্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পূর্ণ প্যানেলে সাধারণ সদস্যদের সমর্থন চান তিনি।

ফয়সাল সামাদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেশকে এগিয়ে নিতে কাজ করতে চায় ফোরাম। ফোরাম প্যানেল তৈরি হয়েছে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে। প্রতি তিন মাস অন্তর সদস্যদের মুখোমুখি হবেন। সদস্যদের কাছে পরিচালনা পর্ষদ জবাবদিহি করবে। বিদেশি ক্রেতাদের নিবন্ধন সংস্কৃতি গড়ে তুলতে চাই। পোশাক খাতের অগ্রগতির জন্যই ২৫ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

তারকা খ্যাত ব্যবসায়ী এজিআই গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলিল বলেন, পোশাক খাতের ব্যবসায়ীরা এখন রাতে ঘুমাতে পারেন না। ক্রেতাদের থেকে ন্যায্য পণ্য দামও পাচ্ছেন না উদ্যোক্তা। এসব সমস্যা সমাধানে ফোরামের সঙ্গে কাজ করতে চাই। ফোরাম বিজিএমইএ’র নেতৃত্ব পেলে, মালিক, শ্রমিক সবাই সমানতালে এগিয়ে যাবে বলে জানান তিনি।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা বলেন, ফোরাম বিগত দিনে দক্ষ, যোগ্য নেতৃত্ব প্রমাণ করেছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবার প্রার্থী নির্বাচন করা হয়েছে। ফোরাম প্যানেল লিডার প্রতিশ্রুতিবদ্ধ, কর্ম তৎপর। ফোরামকে এবার বিজিএমইএ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান সদস্যদের প্রতি।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয় নির্বাচনী জোটটি। ব্যবসার ধরন, অগ্রগতি বিবেচনায় সম্মাননা দেওয়া হয় স্ট্যান্ডার্ড ক্লথিংয়ের কর্ণধার রেহানা পারভীনকে। একই অনুষ্ঠানে পোশাক খাতের উজ্জ্বল নক্ষত্র, আনিসুর রহমান সিনহাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজসহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরাম মহাসচিব আসিফ ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *