টিটিপাড়ায় বস্তিতে আগুন
রাজধানীর কমলাপুরে টিটিপাড়ার মেথর পট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) মধ্যরাত ১টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ২টা ৮ মিনেটে। রাত পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। রাত সাড়ে ৩ টায় আগুন সম্পুর্ণ নির্বাপণ করা হয়।
আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার কারন এখনো জানা যায়নি।
ক্লিক করে আমাদের সাথে থাকুন
এদিকে একই দিন সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকার ২৯, জাহান ম্যানশন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
একই দিন রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ সচল হয়েছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে গ্যাসলাইন ফেটে যাওয়ায় বন্ধ রাখতে হয় সরবরাহ।