টানবাজারে সুতার দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের টানবাজারের সুতার দাম আরেক দফা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ১০ টাকা। তবে কিছু কাউন্টের দাম ৩-৪ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলেছেন, বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বিদেশী অর্ডার কমেছে। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় সুতা তৈরির কাঁচামালের দাম বেড়েছে। এ কারণে স্পিনিং মিলের মালিকরা সুতার দাম বাড়িয়ে দিয়েছেন।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে ১০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬০-৭০ টাকা। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৬০-৮৫ টাকা দরে। সে হিসেবে এক সপ্তাহের ব্যবধানে সুতার দাম কমেছে পাউন্ডপ্রতি ১০ টাকা।

২০ কাউন্টের কোয়ালিটি সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৯৫-১০৫ টাকা দরে। একই কাউন্টের সুতা ৯০-১০০ টাকা দরে বিক্রি হয়েছিল। এক্সপোর্ট কোয়ালিটির ২৪, ২৬ ও ৩০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ১৬৬-১৬৭ টাকা দরে। একই কাউন্টের সুতা সাত-আটদিন আগেও বেচাকেনা হয়েছিল ১৪৫-১৫০ টাকা দরে।

৪০ কাউন্টের সুতার বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে (বাইন) ১৮৪-১৮৫ টাকা দরে। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছিল ১৮০ টাকা দরে। ৪০ কাউন্টের (টানা) সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৯৫-২০৫ টাকা দরে। একই কাউন্টের সুতা ৮-১০ দিন আগেও বেচাকেনা হয়েছিল ১৯০-২০০ টাকা দরে।

৫০ কাউন্টের সুতা বাজারে প্রকারভেদে বেচাকেনা হচ্ছে ২১৮-২২৮ টাকা দরে। দু্ই সপ্তাহ আগেও একই কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হয়েছিল ২১০-২১৫ টাকা দরে। ৬০ কাউন্টের সুতা বেচাকেনা হচ্ছে পাউন্ডপ্রতি ২১০-২৪৫ টাকা দরে। একই কাউন্টের সুতা এক সপ্তাহ আগেও বেচাকেনা হয়েছিল ২০৫-২৪০ টাকা দরে।

৮০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৩৬০-৩৬৫ টাকা দরে। একই কাউন্টের সুতা বেশ কয়েকদিন আগেও বেচাকেনা হয়েছিল ৩৪০-৩৫০ টাকা দরে।

নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশেনের সভাপতি লিটন সাহা জানান, গত এক মাসের ব্যবধানে পাউন্ডপ্রতি সুতার দাম ১০ টাকা বেড়ে আবার ৩-৪ টাকা করে কমেছে। সুতা তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে সব কাউন্টের সুতার দাম বেড়েছে।

টানবাজারের সুতা ব্যবসায়ী সোলায়মান মিয়া বলেন, সুতার বাজারের অস্থিরতা কাটছে না। ডলারের মূল্যবৃদ্ধির কারণে স্পিনিং মিলের মালিকদের সুতা তৈরি কাঁচামাল বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে স্পিনিং মিল থেকেই সুতার দাম বাড়িয়ে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *