টাকাসহ ধরা খেল সেটেলমেন্টের দুই কর্মকর্তা
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্যসহ নানা ধরনের দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় বিনা রসিদে অর্থ আদায়ের মাধ্যমে জমির পর্চা দেয়ার প্রামাণ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর এবং ভূমি মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন, সহকারী সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল কবির ও কালীচরণ রায় চৌধুরী। এছাড়া সার্ভেয়ার মো. মনির হোসেন ও পেশকার মো. নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়।
অভিযানে বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পরিচালক আল আমিন ও রণজিৎ কুমার কর্মকারও অংশ নেয়। এ সময় সহকারী সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল কবির ও কালীচরণ রায় চৌধুরী অফিসে উপস্থিত ছিলেন না।
গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) বরিশাল দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঝালকাঠি সেটেলমেন্ট কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম সার্ভেয়ার নজরুল ইসলাম, নলছিটির সার্ভেয়ার মনির হোসেন ও অফিস সহকারী সুধীর রঞ্জনের কাছে পাওয়া নগদ ১৬ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। এসব টাকা কিসের সে বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি ওই তিন কর্মচারী।