জয় দিয়ে বছর শেষ ম্যান ইউর

মাঝে কক্ষ্যচুত হয়ে গেলেও ২০১৮ সালের শেষটা দুর্দান্ত করলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগের দুই ম্যাচে ৮ গোল করার পরে বছরের শেষ ম্যাচেও এক হালি গোল করেছে সোলশারের শিষ্যরা।

পর্তুগিজ কোচ হোসে মরিনহোর বিদায়ের পর কার্ডিফ সিটির বিপক্ষে ৫-১ এবং হাডার্সফিল্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিন ম্যান ইউ। সে ধারা বজায় রেখে বোর্নমাউথের বিপক্ষে বছরের শেষ ম্যাচে ৪-১ গোলে জিতেছেন পল পগবা, রোমেলু লুকাকুরা।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চার গোলের দুটিই করেছেন ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড পগবা। এছাড়া অন্য দুটি গোল করেছেন মার্কাস রাশফোর্ড এবং রোমেলু লুকাকু। বোর্নমাউথের পক্ষে ১টি গোল শোধ করেছেন নাথান অ্যাক।

ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মার্কাস রাশফোর্ডের ডিফেন্সচেরা পাস ধরে দলকে এগিয়ে দেন পগবা। ৩৩তম মিনিটে দ্বিতীয় গোলটিও করেন পগবা। এবার তাকে বলের জোগান দেন অ্যান্ডার হেরেইরা।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে দলের তৃতীয় গোল করেন প্রথম গোলের জোগানদাতা রাশফোর্ড। দারুণ লফটেড পাসে তাকে গোল করতে সহায়তা করেন অ্যান্থনি মার্শাল।

তবে বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বোর্নমাউথের পক্ষে একটি গোল শোধ করেন অ্যাক। কিন্তু ম্যাচের ৭২তম মিনিটে আবারও গোল করে দুই দলের ব্যবধান তিনে নিয়ে যান বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু।

এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট রয়েছে ম্যান ইউয়ের ঝুলিতে। যথারীতি সমান ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রতে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *