জয়ে ফিরলো বার্সেলোনা

স্টাফ রিপোর্টার

টানা চার ম্যাচ জেতার পর ইউরোপা লিগে গ্যালাতাসারাইয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে বসেছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তবে জয়ে ফিরতে একদমই সময় নিলো না তারা। নিজেদের পরের ম্যাচেই জিতলো ৪-০ গোলের বড় ব্যবধানে।

রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই প্রতিপক্ষের জালে হালি গোল দিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ক্যাম্প ন্যুতে ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে গোলের জন্য ২৪টি শট করে তারা। যার মধ্যে লক্ষ্য বরাবরই ছিল ৯টি এবং সাফল্য মিলেছে চারটিতে।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন গাভি। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। এর মিনিট সাতেক পর ওসুমানে দেম্বেলের পাস থেকে দ্বিতীয় গোল করেন এ স্প্যানিশ ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বয়স ৩০ মিনিট হওয়ার আগেই আরেক গোল করে ফেলে বার্সেলোনা। এবার ২৭ মিনিটের মাথায় দেম্বেলের আরেকটি দারুণ পাস থেকে লক্ষ্যভেদ করেন জানুয়ারির দলবদলে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া পিয়েরে এমেরিক অবামেয়াং।

পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৭৫ মিনিটে গিয়ে হালিপূরণ করা গোলটি করেন রিকি পুইগ। তিনিসহ চলতি মৌসুমে বার্সার ২২ জন খেলোয়াড় লা লিগায় গোলের দেখা পেলেন। চলতি শতাব্দীতে স্পেনের শীর্ষ লিগে যা রেকর্ড। এর আগে ২০১৯-২০ মৌসুমে রিয়াল মাদ্রিদের ২১ খেলোয়াড় গোল করেছিলেন।

হালি গোলের এ জয়ের পর ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওসাসুনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *