জয়প্রকাশ সিমেন্ট কিনছে আদানি গ্রুপ
ভারতীয় ধনকুবের গৌতম আদানি নিয়ন্ত্রিত আদানি গ্রুপ ঋণগ্রস্ত জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস লিমিটেডের সিমেন্ট ইউনিট কিনতে আলোচনা করছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, এ চুক্তির মধ্যে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস লিমিটেড ও জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেডের একটি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট এবং অন্যান্য সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে। এর জন্য আদানি গ্রুপ জয়প্রকাশ ভেঞ্চারসকে ৫ হাজার কোটি রুপি বা ৬০ কোটি ৬০ লাখ ডলার দিতে হতে পারে।
আদানি গ্রুপের বর্তমান বার্ষিক সিমেন্ট উৎপাদন সক্ষমতা ৬ কোটি ৭৫ লাখ টন। গত মাসে তারা জানিয়েছিল, আগামী পাঁচ বছরে তাদের বার্ষিক উৎপাদন ১৪ কোটি টনে নিয়ে যেতে চায়। এজন্য নতুন অধিগ্রহণকৃত সিমেন্ট কারখানাগুলোয় ২০ হাজার কোটি রুপি বিনিয়োগের কথা ভাবছে ভারতীয় এ কনগ্লোমারেট।
গত মে মাসে সুইজারল্যান্ডের হোলসিম লিমিটেড থেকে আম্বুজা সিমেন্টস লিমিটেড এবং এসিসি লিমিটেড কেনার পর আদানি গ্রুপ রাতারাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক হয়ে উঠেছে।