জ্বালানি সরবরাহ ব্যবধান বাড়ছে ওপেক প্লাসের
গত মাসেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ওপেক প্লাস। অব্যাহতভাবে ব্যর্থ হওয়ায় সরবরাহ ব্যবধান বাড়ছে। মূলত রাশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটিই বাজার আরো সংকুচিত করে তুলছে। খবর রয়টার্স।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানায়, জ্বালানি তেলের বাজারে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দৈনিক সাত লাখ টনের ঘাটতি দেখা দিতে পারে। কারণ পাশ্চাত্যের দেশগুলোর নিষেধাজ্ঞার কবল থেকে বাঁচতে রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয় কমিয়ে এনেছে। ফলে এপ্রিলে দেশটির সরবরাহ দৈনিক ৩০ লাখ ব্যারেল কমতে পারে।
তথ্য বলছে, ফেব্রুয়ারিতে ওপেক প্লাস দৈনিক ১০ লাখ ৫০ হাজার ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জোটটির লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ জোটটিকে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলনের আহ্বান জানালেও সেটির তোয়াক্কা করেনি ওপেক প্লাস। এতে জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়ছে।