জ্বালানি তেল উত্তোলন দ্বিগুণ করবে দক্ষিণ সুদান
আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্র দক্ষিণ সুদান খনিজ সম্পদে সমৃদ্ধ। দক্ষিণ সুদানের অন্যতম সম্পদ অপরিশোধিত জ্বালানি তেল। আগামী বছরের মাঝামাঝি সময় নাগাদ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বর্তমানের তুলনায় বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে দক্ষিণ সুদানের সরকার। দেশটির তেলমন্ত্রী এজেকিয়েল লুল গাতকোউথ এ লক্ষ্যের কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
এক সাক্ষাত্কারে দক্ষিণ সুদানের তেলমন্ত্রী জানান, বর্তমানে দক্ষিণ সুদানের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়।
২০২০ সালের মাঝামাঝি নাগাদ দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বর্তমানের তুলনায় দ্বিগুণের বেশি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য অনুযায়ী, ২০২০ সালের মাঝামাঝি সময়ে দেশটিতে প্রতিদিন গড়ে ৩ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হতে পারে।
২০১১ সালের ৯ জুলাই সুদানের কাছ থেকে স্বাধীনতা পেয়ে বিশ্বের নবীনতম রাষ্ট্র হিসেবে যাত্রা করে দক্ষিণ সুদান। পৃথক হওয়ার পর বেশির ভাগ তেল খনি দক্ষিণ সুদানের সীমানায় পড়ে। নতুন দেশটি জ্বালানি তেল উত্তোলনের উদ্যোগ নেয়। দেশটির অর্থনীতির ভিত্তি রচিত হয়েছে জ্বালানি তেলের ওপর।
তবে ২০১৩ সালে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। ভেঙে পড়ে সদ্য স্বাধীন দেশটির অর্থনীতি। বিবাদের জের ধরে দক্ষিণ সুদান লক্ষ্য অনুযায়ী জ্বালানি তেল উত্তোলনে ব্যর্থ হয়। এখন ভঙ্গুর অর্থনীতির গতি ফেরাতে জ্বালানি তেল উত্তোলন বাড়াচ্ছে দেশটি।