জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন পিছিয়ে পড়বে

স্টাফ রিপোর্টার

বর্হিঃবিশ্বে জ্বালানি সংকটের কারণে সরকার বাধ্যহয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করাতে পোশাক শিল্পের উৎপাদন খাতে খরচ বৃদ্ধি পাবে, যা রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে নিশ্চিত পিছিয়ে পড়বে। করোনা সংক্রমণ পরবর্তীতে বিদেশী ক্রেতা কর্তৃক বর্তমানে বাংলাদেশে রপ্তানি আদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে বিদ্যুতের লোড শেডিং-এর কারণে জ্বালানি তেলের উপর নির্ভর করে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে হচ্ছে, ফলে রপ্তানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তৈরী পোশাকের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিলম্ব / সমস্যার কারণে শ্রমিক অসন্তোষ সহ এ’সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশংকা রয়েছে মর্মে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শনিবার (৬ আগষ্ট, ২০২২) এক বিবৃতিতে তিনি বলেন- সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ নতুন করে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মুখোমুখি অবস্থানের কারণে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও টালমাটাল অবস্থা বিরাজ করছে। এ’প্রেক্ষিতে সরকার কর্তৃক রাজনৈতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি খাতে প্রদত্ত ভর্তুকি হ্রাস করে জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে, যা অন্যান্য দেশের তুলনায় কম।

প্রধানমন্ত্রীর রপ্তানি বান্ধব সাহসী সিদ্ধান্তের ফলে গত ২০২১-২০২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী ৫২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির মাইল ফলক বাংলাদেশ অর্জন করেছে। এর ধারাবাহিকতায় জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প সংশ্লিস্ট খাতে জ্বালানি মূল্য বৃদ্ধি না করার জন্য বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সরকারের নিকট বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *