জ্বালানি খাতে ব্যাংকঋণের শর্ত শিথিল

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে জ্বালানি খাত সংশ্লিষ্টদের জন্য ব্যাংকঋণের শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে চাইলে জ্বালানি খাতের যেকোনো কোম্পানি মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ নিতে পারবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধী ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি খাতের গ্রাহকদের জন্য কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ (১) ধারা ছয় মাসের জন্য শর্ত শিথিল করা হয়েছে। ওই ধারার বর্ণনা অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণ সুবিধার আসল অঙ্কের পরিমাণ কোম্পানির মোট মূলধনের শতকরা ২৫ শতাংশের অধিক হতে পারবে না।

ব্যাংক কোম্পানি আইন, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শতাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৬ মাসের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *