জোহানেসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে তিনি ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোহানেসবার্গের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে বিদায় জানাতে হাজির হন মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় আজ সকাল ১০টায় জোহানেসবার্গের র্যাডিসন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। দুপুর সাড়ে ১২টায় ‘বাংলাদেশ এনভয়েস কনফারেন্স ইন আফ্রিকা’ শীর্ষক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বেলা সাড়ে ৩টায় হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় তার সম্মানে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেবেন তিনি।
আগামীকাল সকাল ৯টায় স্যান্ডটন কনভেনশন সেন্টারে ‘ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়ালগ’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। দুপুর ১২টায় তার সম্মানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
এদিন বেলা ২টায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডিলমা ভানা রৌসসেফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এদিন বেলা আড়াইটায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশীদের সঙ্গে ২৫ আগস্ট সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ আগস্ট স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করবেন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান। পরদিন ২৭ আগস্ট স্থানীয় সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।