জোড়া গোল করে সিটিকে শীর্ষে তুললেন হালান্ড

স্টাফ রিপোর্টার

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যানচেস্টার সিটি হেরে গেলেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেবে আর্সেনাল, ম্যাচের আগে এমন আশঙ্কা করেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। তাহলে বোঝাই যায়, টটেনহ্যামের বিপক্ষে সিটির এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যে কারণে এদিন জয় ছাড়া অন্য কিছু ভাবেনি সিটি।

অবশেষে টটেনহ্যামের বিপক্ষে দারুণ একটি জয় পেয়েছে সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোলে টটেনহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে গার্দিওলার দল। এতে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সিটি।

৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৮। আর সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের পয়্ন্টে ৮৬। লিগে নিজেদের শেষ ম্যাচে রিয়াল জিততে পারলেই শিরোপা নিশ্চিত করতে পারবে। সেক্ষেত্রে আর্সেনাল তাদের বাকি ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না। কারণ, সিটি জিতলে তাদের পয়েন্ট হবে ৯১। আর আর্সেনাল জিতলেও তাদের পয়েন্ট হবে ৮৯। ফলে ২ পয়েন্ট বেশি নিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলবে সিটি।

টটেনহ্যামের বিপক্ষে গোল উদযাপন করছেন সিটির ফুটবলাররা।

গতকাল মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে সিটির হয়ে জোড়া গোল করেন হালান্ড। ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোল করেন নরওয়ের এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ইনজুরি সময়ে ( ৯১ মিনিটে) পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *