জেদ্দায় আজ এল ক্ল্যাসিকো
টানা তৃতীয় মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আজ জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় এল ক্ল্যাসিকো শুরু হবে। এ নিয়ে টানা চতুর্থবার স্প্যানিশ সুপার কাপ ফাইনাল বসছে সৌদি আরবে। আগের তিন ফাইনাল হয়েছে রিয়াদে।
গত বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ ফাইনালের টিকিট পায় বার্সেলোনা। পরদিন মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সুপার কাপের বর্তমান ফরম্যাটে চারটি দল সেমিফাইনালে অংশ নেয়। লা লিগা চ্যাম্পিয়ন, কোপা ডেল রে চ্যাম্পিয়ন, লা লিগা রানার্সআপ ও কোপা ডেল রে রানার্সআপ দল অংশ নেয় সেমিফাইনালে। বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রানার্সআপ বার্সেলোনা। কোপা ডেল রে ফাইনালে মায়োর্কাকে হারিয়েছে বিলবাও।
১৪টি শিরোপা জিতে স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩টি শিরোপা। গত মৌসুমে বার্সাকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ ও তার আগের মৌসুমে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে বার্সা সুপার কাপ শিরোপা জিতে নেয়।