জেএমআই হসপিটালের কাট-অফ প্রাইস ২৫ টাকা
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়।
এদিকে পুঁজিবাজারে আইপিও ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে জেএমআই হসপিটাল রিকুইজিটের সঙ্গে একটি চুক্তি সই করেছে ডিএসই ও সিএসই। রাজধানীর ডিএসই কার্যালয়ে গতকাল এ চুক্তি সই হয়। জেএমআই হসপিটাল রিকুইজিটের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান হাসনাইন বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র ও কোম্পানি সচিব মো. সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৯তম কমিশন সভায় জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে জেএমআই হসপিটাল রিকুইজিট। উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোঠা নির্মাণ, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।
জেএমআই হসপিটাল রিকুইজিটের পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটির কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্যের ২০ শতাংশ ছাড়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এর আগে গত ডিসেম্বরে কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের আবেদনসীমা কমানো হয়। যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগের কথা থাকলেও এটি কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে অনুমোদন করে বিএসইসি। সংস্থার ৮০৪তম কমিশন সভায় এটি অনুমোদন দেয়া হয়।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৭৮ পয়সা, পুনর্মূল্যায়নসহ যা ২৯ টাকা ৯৯ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড়হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪২ পয়সা।