জেঅ্যান্ডজেকে ৭৫ কোটি ডলার জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে (জেঅ্যান্ডজে) ৭৫ কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আদালত। জেঅ্যান্ডজের বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে—এ অভিযোগের শুনানি শেষে আদালত চার বাদীকে ক্ষতিপূরণ হিসেবে ওই পরিমাণ অর্থ দেয়ার নির্দেশ দেন প্রদেশটির আদালত। খবর রয়টার্স।

বাদীপক্ষের আইনজীবী ক্রিস প্লেসিটেলা জানান, নিউজার্সির আইন অনুযায়ী ক্ষতিপূরণের পাঁচ গুণ বেশি শাস্তিমূলক জরিমানা করা হয়।

বিচারের প্রাথমিক পর্যায়ে ভিন্ন একটি জুড়ি জেঅ্যান্ডজেকে দোষী সাব্যস্ত করে ক্যান্সার সৃষ্টের কারণে বাদীদের ১৮ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন।

এক বিবৃতিতে জেঅ্যান্ডজে জানায়, তারা শিগগিরই উভয় পর্যায়ের রায় নিয়ে আপিল করবে।

জেঅ্যান্ডজের সবচেয়ে জনপ্রিয় পণ্য বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর অ্যাসবেসটস রয়েছে—এ অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে ১৬ হাজার মামলা ঝুলছে। জেঅ্যান্ডজে এ অভিযোগ অস্বীকার করে বলছে, বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থার রীক্ষায় দেখা গেছে, এতে ব্যবহূত ট্যালক নিরাপদ ও অ্যাসবেসটসমুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *